রাবিতে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

0

বাংলাদেশ থেকে রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। প্রথম দিন ১৪ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যলয়ের এম ওয়াজেদ মিয়া ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। আমরা কেন্দ্র পরিদর্শন করেছি৷ সেখানে একটি রুমে ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠান নিয়ে বেশ সুনাম আছে। আমরা আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও সুনামের সঙ্গে শেষ করতে পারবো।’ এসময় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম, প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ২ অক্টোবর একই সময়ে খ ইউনিটে পরীক্ষা শুরু হবে। খ ইউনিটে পরীক্ষার্থী আছেন ছয় হাজার ৩৭১ জন। এছাড়া ৯ অক্টোবর শনিবার চ ইউনিটে এক হাজার ৫৭৭ জন সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশ নেবেন। অন্যদিকে ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে গ ও ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গ ইউনিটে এক হাজার ৮২৪ জন ও ঘ ইউনিটের পরীক্ষায় ১২ হাজার একজন শিক্ষার্থী অংশ নেবেন।

Share.