দুই তালেবান সদস্যসহ গুলি করে চারজনকে হত্যা

0

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের জালালাবাদে শনিবার চারজনকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। নিহতদের মধ্যে দুই জন তালেবান সদস্য। বাকি দুই জন বেসামরিক নাগরিক। শহরের পার্শ্ববর্তী প্রদেশ নানগারহারের সাংস্কৃতিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ জানিয়েছেন, এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই বেসামরিক। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। তাৎক্ষণিকভাবে কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে নানগারহার প্রদেশে জঙ্গীগোষ্ঠী আইএসের শক্ত অবস্থান রয়েছে। আইএস জঙ্গীরা তালেবানকে শত্রু হিসেবে বিবেচনা করে থাকে। ইতোপূর্বে তারা তালেবানের বিরুদ্ধে বিভিন্ন হামলার দায় স্বীকার করেছে। ২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। প্লেনভর্তি অর্থ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী আশরাফ গনি। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দলটির ওপর আইএসের হামলা বেড়েছে।

Share.