দুর্গাপূজা উপলক্ষে ৫ হাজার নারীকে শাড়ি উপহার দিলেন এমপি এনামুল হক

0

বাংলাদেশ থেকে স্টাফ রিপোর্টার(রাজশাহী): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলার পাঁচ হাজার হিন্দু সম্প্রদায়ের নারীদের উপহার হিসেবে শাড়ী প্রদান করলেন স্থানীয় এমপি প্রকৌশলী এনামুল হক। শুক্রবার সকালে উপজেলার সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজার উপহার বিতরণ করেন তিনি। এসময় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক বলেন, ধর্ম যার যার উৎসব সবার। উপজেলার প্রতিটি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে শারদীয় আনন্দ শুরু হয়েছে। তিনি বলেণ দূর্গোৎসব এখন সার্বজনীন উৎসবে পরিতন হয়েছে। তিনি আরও বলেন, এই উপহার শুধু উপহারই নয়। এই উপহার হচ্ছে সবার সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়া। গরীব-দুখী যেন দূর্গোৎসবের আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্য ব্যক্তিগত পক্ষ থেকে প্রতি বছর উপহার দিয়ে থাকি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক। এর আগে এমপি এনামুল হক বাগমারায় শারদীয়া দূর্গাপূজা সুষ্ঠু ভাবে উদযাপনের লক্ষ্যে ৮৬ টি পূজা মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।

Share.