শনিবার, নভেম্বর ২৩

সরকার পতনের এক দফার আন্দোলনের প্রস্তুতি নিন: টুকু

0

ঢাকা অফিস : সরকার পতনের এক দফা আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। শুক্রবার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সহধর্মিনী বেগম আলেমা খাতুন ভাসানীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এই আহ্বান জানান। টাঙ্গাইলের সন্তোষ মাদ্রাসা প্রাঙ্গণে এ স্মরণ সভা ও দোয়া মহাফিলের আয়োজন করা হয়। টুকু বলেন, ‘দেশে এখন গণতন্ত্র নাই, ভোটাধিকার নাই, মানবাধিকার নাই, মানুষের জান-মালের নিরাপত্তা নাই। এভাবে একটা দেশ চলতে পারে না। আওয়ামী লীগ পুরো দেশকে তাবেদার রাষ্ট্র বানাতে চাইছে। এর থেকে মুক্তি লাভ করতে আন্দোলনের বিকল্প নেই। সবাইকে রাজপথে নামতে হবে। হয় মুক্তি, নয় মৃত্যু- এরকম সংকল্প নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’ যুবদল সাধারণ সম্পাদক বলেন, ‘মওলানা ভাসানী অন্যায়ের বিরুদ্ধে, তাবেদারির বিরুদ্ধে সারাজীবন আন্দোলন করেছেন। তিনি আজীবন সংগ্রাম করেছেন দেশের মানুষের মুক্তির জন্য। তার সেই আদর্শকে ধারণ করে আমাদেরকে নতুনভাবে সংগ্রাম করতে হবে, দেশের মানুষকে মুক্ত করতে হবে।’ টুকু বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরে এলে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি মিলবে, দেশনায়ক তারেক রহমান দেশে ফিরতে পারবেন। জনগণের মুক্তি মিলবে। এজন্য এক দফা আন্দোলনের কোনো বিকল্প নেই।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু। পরিচালনা করেন নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সহ-সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আনিসুর রহমান, খন্দকার রাশেদুল আলম সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলি, শফিকুর রহমান খান শফিক প্রমুখ।

Share.