২ গোলে এগিয়ে গিয়েও সিটির হার

0

স্পোর্টস ডেস্ক: দশ জনের দল নিয়েও ম্যাচের লম্বা একটা সময় এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। তবে শেষ রক্ষা করতে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগের গত আসরের চ্যাম্পিয়নরা। ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। প্রিমিয়ার লিগে শুক্রবার ম্যাচে সিটিকে ৩-২ গোলে হারিয়ে জয়ে ফিরেছে উলভারহ্যাম্পটন। প্রতিপক্ষের মাঠে শুরুতেই বড় একটা ধাক্কা খায় সিটি। পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতাকে ডি-বক্সের বাইরে এসে ফাউল করার দায়ে সরাসরি লাল কার্ড দেখেন সিটি গোলরক্ষক এদেরসন। সিদ্ধান্তটি নিয়ে অবশ্য প্রশ্ন উঠতে পারে। টিভি রিপ্লে দেখে মনে হয়েছে, ভারসাম্য হারিয়ে নিজেই পড়ে গিয়েছিলেন জোতা। দ্বাদশ মিনিটে এদেরসন মাঠ ছাড়লে আর্জেন্টাইন স্ট্রাইকার সের্হিও আগুয়েরোকে বসিয়ে দ্বিতীয় পছন্দের গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোকে নামান কোচ পেপ গুয়ার্দিওলা। ২২তম মিনিটে রিয়াদ মাহরেজ ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। প্রথমে গোলকিক দিয়েছিলেন রেফারি, পরে ভিএআরের সাহায্য নিয়ে সিদ্ধান্ত বদলান তিনি। স্টার্লিংয়ের স্পট কিক অবশ্য ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক রুই পাত্রিসিও; তবে শট নেওয়ার আগে গোলরক্ষক গোললাইন থেকে মুভ করায় আবার পেনাল্টি নেওয়ার সুযোগ পান স্টার্লিং। এবারও সঠিক দিকে ঝাঁপিয়ে রুখে দেন পাত্রিসিও, কিন্তু ফিরতি বল ফাঁকা জালে পাঠাতে ভুল হয়নি ইংলিশ এই মিডফিল্ডারের। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান স্টার্লিং। ৫৫তম মিনিটে কেভিন ডে ব্রুইনের কাছ থেকে বল পেয়ে স্কোরলাইন ২-০ করে ফেলেন এই ইংলিশ মিডফিল্ডার। পাঁচ মিনিট পর আদামা ত্রাওরের গোলে ব্যবধান কমায় উলভারহ্যাম্পটন। ৮১তম মিনিট পর্যন্ত পিছিয়েই ছিল দলটি। ত্রাওরের কাছ থেকে বল পেয়ে ৮২তম মিনিটে সমতা আনেন রাউল হিমেনেস। ৮৯তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। হিমেনেসের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন ম্যাট ডোহার্টি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিলেন স্টার্লিং। তার শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে সিটি। ৩২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে উলভারহ্যাম্পটন। ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলা লেস্টার সিটি ৩৯ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। চারে থাকা চেলসির পয়েন্ট ৩২। ২৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে টটেনহ্যাম হটস্পার। ২৮ পয়েন্ট নিয়ে আটে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে আর্সেনাল।

Share.