বিনোদন ডেস্ক: প্রমোদতরীতে পার্টিতে ছদ্মবেশে হাজির হয়ে শাহরুখ পুত্র আরিয়ানকে গ্রেপ্তার করেছিলেন ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। এখন কারাগারে রয়েছেন আরিয়ান। জিজ্ঞাসাবাদে অনেক ভালো কিছু করে ওয়াংখেড়েকে গর্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন এই তারকাপুত্র। তারকা সন্তান নন, আরিয়ান খানের পরিচয় এখন ‘কয়েদি নম্বর ৯৫৬’। একাধিক বার জামিনের আবেদন করলেও শেষ পর্যন্ত তা মেলেনি। কারাগারে চলছে জিজ্ঞাসাবাদ ও কাউন্সেলিংও। মনোবিদদের সঙ্গে কথাবার্তা বলছেন আরিয়ান এবং তার সঙ্গীরা। এনসিবি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, নিজের ভুল স্বীকার করেছেন আরিয়ান। সংস্থার কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের সঙ্গে খোলাখুলি কথা বলেছেন ২৩ বছর বয়সী শাহরুখপুত্র। এই কর্মকর্তাই মাদক পার্টির খবর পেয়ে ছদ্মবেশে প্রমোদতরীতে উঠেছিলেন। সমীরকে আরিয়ান কথা দিয়েছেন, তিনি যা করেছেন, তার পুনরাবৃত্তি আর কখনও হবে না। তিনি বলেছেন, ‘আমি একদিন এমন কিছু করব, যাতে আপনি গর্বিত হবেন’। দু’সপ্তাহ ধরে কারাবন্দী আরিয়ান। করোনাবিধির কারণে মুখোমুখি সাক্ষাৎ করতে পারছেন না মা-বাবার সঙ্গে। প্রায় দুই সপ্তাহ পর একবার ভিডিও কলে আরিয়ানের সঙ্গে কথা বলেছেন শাহরুখ-গৌরি। এসময় কান্নায় ভেঙে পড়েছিলেন আরিয়ান। ২০ অক্টোবর এনডিপিএস আদালতে ফের জামিনের শুনানি হবে। সেদিন জামিন না হলে তারকাপুত্রের হাজতবাস আরও বাড়বে।
এনসিবি কর্তা ওয়াংখেড়েকে যে প্রতিশ্রুতি দিলেন আরিয়ান ‘কয়েদি নম্বর ৯৫৬’
0
Share.