ঢাকা অফিস: কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শনিবার বাংলাদেশ সময় দুপুরে পল্টন মোড় থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল শুরু হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সরকার মুক্তি দিচ্ছে না। তাঁকে কারামুক্তি না দেয়ার উদ্দেশ্যই হলো শারীরিক অসুস্থতায় রেখে জীর্ণ করতে করতে তাঁর প্রাণ বিপন্ন করা। খালেদা জিয়াকে মুক্তি না দিতে সরকার আইন, আদালত, বিচার সবকিছু হাতের মুঠোয় নিয়েছেন। জনগণের দাবি উপেক্ষা করে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে তাঁর পছন্দ মতো কোন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুযোগ দিতেও বাধা দেয়া হচ্ছে। রিজভী বলেন, শারীরিক অবস্থার চরম অবনতি হওয়া সত্বেও খালেদা জিয়ার প্রতি সরকারের নিষ্ঠুর আচরণে আজ দেশবাসী চরম ক্ষুব্দ। প্রধানমন্ত্রী নিজের ক্ষমতাকে কন্টকমুক্ত করতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করে দিতেও কুণ্ঠিত হচ্ছেন না। তাই দেশের স্বাধীনতা যেকোন সময়ের চেয়ে বেশী হুমকির মুখে। রুহুল কবির রিজভী বলেন, নিজেদের স্বেচ্ছাচারী কাজে কেউ যাতে জবাবদিহিতা না চায় সেজন্যই তারা গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছে। বেপরোয়া সরকার জনগণের কোন দাবিকেই আমলে না নিয়ে জনগণকে বন্দী করে রাখতেই অগণতান্ত্রিক দু:শাসন অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলতে চাই খালেদা জিয়াকে বন্দী করে বিনা চিকিৎসায় আপনি অমানবিক কষ্ট দিচ্ছেন, আর কষ্ট না দিয়ে তাঁকে মুক্তি দিন। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। মিছিলে আরও অংশ গ্রহণ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মৎস্যজীবী দলের আহবায়ক রফিকুল ইসলাম মাহতাব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি প্রমুখ।
খালেদা জিয়াকে মুক্তি না দিতে সরকার আইন-আদালত হাতের মুঠোয় নিয়েছে: রিজভী
0
Share.