শিল্পকলা একাডেমির মহাপরিচালক আলী লাকীকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

0

ঢাকা অফিস: অর্থ আত্মসাতের অভিযোগে শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় দুদকে প্রধান কার্যালয়ে হাজির হন লাকি। উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে। বিষয়টি নিশ্চিত করেন তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। এর আগে গত ২ জানুয়ারি তার বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাৎ ও অনিয়মের বিভিন্ন অভিযোগ অনুসন্ধানে দুই সদস্যের সমন্বয়ে একটি টিম গঠন করে দুদক। তদারক কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে। বিভিন্ন অনিয়মের মাধ্যমে ২৬ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে শিল্পকলার এই মহাপরিচালকের বিরুদ্ধে। ইতিমধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিও তার বিষয়ে অনুসন্ধানের সুপারিশ করেছে বলে দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে। দুদকে আসা অভিযোগ থেকে জানা যায়, নিয়ম-নীতির তোয়াক্কা না করে চুক্তিভিত্তিক একজন কর্মকর্তাকে সচিবের দায়িত্ব দিয়ে ২৬ কোটি টাকা উত্তোলন করেন লিয়াকত আলী লাকী। তার বিরুদ্ধে একাডেমির পরিষদের সদস্যদের সিদ্ধান্ত তোয়াক্কা না করা, ক্ষমতার অপব্যবহারের অভিযোগও এসেছে। তবে বিভিন্ন সময়ে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করছেন লিয়াকত আলী লাকী। শিল্পকলার আর্থিক অনিয়ম অনুসন্ধানে গত ৬ জানুয়ারি দুদকের উপপরিচালাক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এক তলবি নোটিশের মাধ্যমে তাকে ১৬ জানুয়ারি হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট কাগজপত্র ১১ জানুারির মধ্যে দুদকে পাঠানোর নির্দেশ দেয় সংস্থাটি। দুদক সচিব মো. মাহবুব হোসেন জানান, অভিযোগ সংশ্লিষ্ট কাগজপত্র যথাসময়েই পাঠিয়েছেন শিল্পকলার মহাপরিচালক লাকী।

Share.