শনিবার, নভেম্বর ২৩

ট্রেনের ধাক্কায় নীলফামারীতে নিহত ৩ শ্রমিক

0

বাংলাদেশ থেকে নীলফামারী প্রতিনিধি: কর্মস্থলে যাওয়ার পথে নীলফামারীর দারোয়ানীতে লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। তারা উত্তরা ইপিজেডের কাজ করতেন বলে জানা গেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আমির আলী এ তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, শ্রমিকরা অটোরিকশায় চড়ে উত্তরা ইপিজেডে কর্মস্থলে যাচ্ছিলেন। নীলফামারী-সৈয়দপুর রেলপথের দারোয়ানীতে লেভেলক্রসিং পার হওয়ার সময় নীলফামারী থেকে রাজশাহীগামী ট্রেন বরেন্দ্র এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন একজন। আহত হন ছয়জন। আহতদের হাসপাতালে নেয়ার পথে আরো দুইজন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে দুজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ও দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

Share.