ঢাকা অফিস: রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এক বার্তায় এ তথ্য জানায় ঢাকাস্থ রুশ দূতাবাস। পুতিন তার শুভেচ্ছাবার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, মস্কো ও ঢাকার মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার যে নিরন্তর সম্পর্ক গড়ে উঠেছে তার অর্ধশতাব্দী পেরিয়ে গেছে। পুতিন বলেন, দুই দেশের যৌথ প্রচেষ্টায় ঢাকা ও মস্কোর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে। বাংলাদেশ-রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক বেশ দৃঢ় এবং পুরনো উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা আজকের রাশিয়ান ফেডারেশন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। পাকিস্তান-চীন এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে রাশিয়ার সেই অবস্থান বাঙালি জাতিকে সাহস জুগিয়েছে। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালের ২৪ জানুয়ারি স্বীকৃতি দেয় সোভিয়েত ইউনিয়ন । পরের দিন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনেও দেশটির অবদান রয়েছে। এই সম্পর্ক এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট। পুতিন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনাসহ বাংলাদেশের নাগরিকদের শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন।
“সম্পর্কের ৫০ বছর” বাংলাদেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের শুভেচ্ছা
0
Share.