ডেস্ক রিপোর্ট: করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ২৩ লাখ তিন হাজার ৪০৬ জন। এ সময়ে মারা গেছে ১০ হাজার ৮৫৪ জন। এই নিয়ে বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ কোটি ৮৬ লাখ ৪৬ হাজার ১৩৭ জনে এবং মোট মৃতের সংখ্যা ৫৮ লাখ ১৯ হাজার ৩৫৭। শনিবার করোনা ভাইরাসের সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় সংক্রমণের হিসাবে শীর্ষে রয়েছে জার্মানি। আর মৃত্যুর দিক থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র। জার্মানিতে গত একদিনে শনাক্ত হয়েছে দুই লাখ ২৯ হাজার ৯৮৯ জন। দেশটিতে মারা গেছে ২১৫ জন। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মারা গেছে এক হাজার ৮৪৪ জন। দেশটিতে নতুন শনাক্ত হয়েছে এক লাখ ৩৮ হাজার ৫৩৩ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।