ডেস্ক রিপোর্ট: কানাডায় গত দুই সপ্তাহ ধরে চলা ট্রাক চালকদের বিক্ষোভের মধ্যেই পদত্যাগ করেছেন রাজধানী অটোয়ার পুলিশ প্রধান। চলমান আন্দোলনে পুলিশ বিভাগের বিরুদ্ধে যখন নিষ্ক্রিয়তার সমালোচনার মধ্যে পদত্যাগ করলেন পুলিশ প্রধান পিটার স্লোলি। এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এপি। তার পদত্যাগের বিষয়টি কানাডা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ট্রুডো প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ট্রাক চালকদের করোনা ভাইরাসের টিকা বাধ্যতামূলক করতে সরকারের উদ্যোগের বিরোধিতা করে ‘ফ্রিডম কনভয়’ নামের বিক্ষোভ শুরু হয়। এর ফলে রাজধানী অটোয়াসহ কানাডার অনেক জায়গার স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তবে কিছু জায়গা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার। সোমবার নতুন ভ্যাকসিন বিধির বিষয়ে অবস্থান পুনর্ব্যক্ত করে জাস্টিন ট্রুডো বলেন, ‘এটা কানাডীয়দের নিরাপদ রাখার বিষয়, মানুষের কাজ সুরক্ষিত রাখার বিষয়।’ তিনি বলেন, ‘বিক্ষোভকারীদের আটক কিংবা জরিমানা করতে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় পুলিশের হাতে আরও নতুন উপকরণ দেওয়া হবে।’ ট্রাক চালকদের বিক্ষোভ দমাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পুলিশ বিভাগকে সমালোচিত হতে হয় বিভিন্ন মহলে।
ট্রাক চালকদের বিক্ষোভের মধ্যে অটোয়া পুলিশ প্রধানের পদত্যাগ
0
Share.