ঢাকা অফিস: কর্মদিবসে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগের বিবেচনায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো.শফিকুল ইসলাম। সোমবার (৩০ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা সমাবেশের অনুমতি দেইনি। কার্যদিবসে দিনে রাস্তা বন্ধ করে কোনও রাজনৈতিক কর্মসূচি আমরা অ্যালাউ করবো না।’
প্রসঙ্গত, সোমবার বাংলাদেশ সময় দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি।