ডেস্ক রিপোর্ট: প্রতিবেশী ভারতের সঙ্গে বিভিন্ন অমীমাংসিত বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিভিশন বিতর্ক করতে চান বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ৭৫ বছর আগে ভারতীয় উপমহাদেশে ভারত ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম হয়। প্রতিবেশী রাষ্ট্র হওয়া স্বত্ত্বেও দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে উভয় রাষ্ট্রের মধ্যে চিরশত্রুতা বিরাজ করছে। এখনও পর্যন্ত উভয় দেশের মধ্যে তিনটি যুদ্ধ সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাশিয়াতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকের পূর্বে দেশটির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেন,‘আমি টেলিভিশনে নরেন্দ্র মোদির সঙ্গে বিতর্ক করতে চাই।’ এ বিতর্কের মাধ্যমে উভয় রাষ্ট্রের মধ্যে বিদ্যমান বহু অমীমাংসিত বিষয়ের সমাধান হতে পারে বলে আশা প্রকাশ করেন ইমরান। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। ইমরান আরো বলেন,‘ভারত শত্রু দেশ হওয়ার কারণে তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত।’ সম্প্রতি, পাকিস্তানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক কর্মকর্তা রাজ্জাক দাওদ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার আরও বলেন, তার দেশের আঞ্চলিক বাণিজ্যিক বিকাশ সীমিত। কারণ এর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইরান দীর্ঘদিন যাবত পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে এবং পশ্চিমে অবস্থিত আফগানিস্তান দীর্ঘদিন যুদ্ধে লিপ্ত। তালেবান ক্ষমতায় আসলেও দেশটির অর্থনীতি ভঙ্গুর। পাকিস্তানের মূল বাণিজ্যিক সম্পর্ক হচ্ছে উত্তরের প্রতিবেশীর চীনের সাথে। ইতোমধ্যে, চীন বেল্ড এন্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় বিলিয়ন ডলার ব্যয়ে অবকাঠামোসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। গত দুই দশকের মধ্যে পাকিস্তানের প্রথম কোনো সরকার প্রধান রাশিয়া সফর করছেন। দুই দিনের সফরে উভয় দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে আলোচনা করা হবে। ইউক্রেন সংকট নিয়ে ইমরান বলেন,‘এটি আমাদের উদ্বেগের বিষয় না। রাশিয়ার সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আছে। এ সম্পর্ক আরও দৃঢ় করতে আমরা আগ্রহী।’