বাংলাদেশ থেকে মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের চাপায় হিরা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১ টার সময় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিরপুরে তার মৃত্যু হয়। শিশু হীরা গাংনী পৌর এলাকার থানাপাড়ার এনামুল হকের মেয়ে ও গাংনী শহরের বিআর লাইসিয়াম স্কুলের প্রি ওয়ানের ছাত্রী। স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে শিশু হীরা ও তার মা গাংনী বাজার বাসষ্ট্যান্ডে থেমে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে দাঁড়িয়ে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ ড্রাম ট্রাকের চালক জনৈক্য আব্দুল্লাহ কারোর কোনো সহযোগিতা ছাড়ায় ট্রাকটিকে পিছনের দিকে নেওয়ার সময় ট্রাকের চাকার নীচে পড়ে শিশু হীরা গুরুতর আহত হয়। আহতবস্থায় তাকে প্রথমে গাংনী হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিরপুর এলাকায় তার মৃত্যু হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক জানান, ড্রাম ট্রাকের ধাক্কায় শিশু নিহতের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে ড্রামট্রাক সহ যত্রতত্র ভাবে অবৈধ যান চলাচল করায় প্রায় প্রতিনিয়ন হতাহতের ঘটনা ঘটছে। অবৈধ যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসির।
সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের গাংনীতে শিশু নিহত
0
Share.