বাংলাদেশ থেকে রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে নির্মাণাধীন একটি ভবনের পাশের দেয়াল ধ্বসে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় দেয়ালের নিচ থেকে আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত নির্মাণ শ্রমিকের নাম রিয়াজুল ইসলাম। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াডাইং গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে। আহতরা হলেন, এনামুল হক (৩৫), ফিলীপ (৪০), কাজেম আলী (২৭) ও মনজুর আলম (৩৫)। তাদেরকে রামেক হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের বাড়ি গোদাগাড়ীর বালিয়াডাইং গ্রামে। আর এনামুল হকের বাড়ি নগরের হেতেম খাঁ এলাকায়। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ওই এলাকার এনতাজ আলী নামের এক ব্যক্তির জায়গায় গত দুইদিন ধরে বাড়ি নির্মাণের জন্য ভিত্তি খননের কাজ চলছিল। সেখানে ১৭ জন শ্রমিক এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। শনিবার বিকালে হঠাৎ নির্মাণাধীন বাড়ির পাশের দেয়াল ধ্বসে পড়ে। এতে ৭ জন শ্রমিক মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক রাজশাহী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এসময় ফায়ার সার্ভিস কর্মীরা একজনকে মৃত অবস্থায় এবং বাকি ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। নির্মাণাধীন ভবনের শ্রমিক রাজিব হোসেন জানান, আমরা এখানে একটি বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে ভিত্তির জন্য মাটি খোড়াখুড়ির কাজ করছিলাম। পাশেই বাউন্ডারি ওয়ার ছিল। মাটি খোড়ার কারণে বাউন্ডারি ওয়ালটি ধসে যায়। ওয়ালের পাশেই ইটের খোয়া ছিল। বাউন্ডারি ওয়াল ধসে পড়লে ইটের খোয়াও এর উপরে পড়ে যায়।রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, দেয়াল ধ্বসের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছে। পরে আরও দুইটি ইউনিট উদ্ধার কাজে যোগ দেন। বিকাল সাড়ে ৫টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। একজনকে মৃত অবস্থায় এবং ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ওসি ইমরান হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ৫ জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।