রাশিয়ার ৪ বিমান ও ৩ হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের

0

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার তিনটি হেলিকপ্টার, চারটি বিমান এবং কয়েকটি মনুষ্যবিহীন বিমান গত ২৪ ঘন্টায় সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনীর বরাতে খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, তারা ইউক্রেনীয় ভূখণ্ডে লজিস্টিক্যাল সরবরাহ ব্যবস্থা ব্যহত রাখতে রাশিয়ার স্থল ঘাঁটি এবং গুদামগুলোতে আঘাত হানতে শুরু করেছে। রুশ বাহিনী আর কোনো নতুন এলাকা দখল করতে পারেনি। তবে আগের দখল করা সীমানা একত্রীকরণ ও রক্ষণাবেক্ষণের উপর দৃষ্টি দিয়েছে তারা। বেসামরিক অবকাঠামো এবং ধর্মীয় সুবিধাসহ রুশ বাহিনী গুলি চালানোর অবস্থানগুলো সজ্জিত করতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম আনার চেষ্টা করছে। রাশিয়ান সৈন্যদের আদেশ মানতে বা যুদ্ধে অংশ নিতে অস্বীকার করার কারণে রাশিয়ান বাহিনীর নৈতিক ও মানসিক অবস্থা নিম্ন স্তরে রয়ে গেছে বলে দাবি করেছে সশস্ত্র বাহিনী। চলমান অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ভিডিও কনফারেন্সে বৈঠক হবার কথা রয়েছে।

Share.