ঢাকা অফিস: করোনাভাইরাস মহামারির কারণে র্দীঘ দুই বছর পর শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরেছে পুরনো রূপ। শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্কুল কলেজের ক্যাম্পাস। শ্রেণিকক্ষে দেখা গেছে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। করোনার সংক্রণ কমে আসায় এতোদিন স্কুল-কলেজে সীমিত পরিসরে ক্লাস চলছিল। আর টানা দুই বছর ধরে বন্ধ ছিল প্রাক-প্রাথমিকের সশরীরে পাঠদান। মঙ্গলবার থেকে পুরোদমে ক্লাস শুরু হওয়ায় উৎসবমুখর হয়ে ওঠে স্কুল-কলেজের আঙিনা। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা যায় খুশির আমেজ। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, স্কুলের সামনে শিক্ষার্থী-অভিভাবকদের ভিড়। অনেকে কুশল বিনিময় করছেন। দীর্ঘদিন পর বন্ধুদের পেয়ে জড়িয়ে ধরে উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। তাদের চোখে মুখে খুশির ঝিলিক। রাজধানীর ভিকারুন নিসা নুন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইসরাত নুসাইবা, তামান্না ফারহার ভাষ্য, করোনার কারণে আমরা দীর্ঘ সময় ক্লাসের বাইরে ছিলাম। তাই অনেকদিন পর ক্লাসের বন্ধুদের পেয়ে খুবই ভালো লাগছে। আমরা আবার একসাথে স্কুলে আসতে পারবো, একসঙ্গে বাসায়ও ফিরতে পারবো। শিক্ষকরা বলছেন, সব শ্রেণির শিক্ষার্থী আসায় পুরনো চেহারায় ফিরেছে শিক্ষাঙ্গন। দীর্ঘদিন পর এটি হওয়ায় তারা খুবই আনন্দিত।