বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী: মার্কিন দূতাবাসের অভিবাদন

0

ঢাকা অফিস:  স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে ঢাকার মার্কিন দূতাবাস অভিবাদন জানিয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) এক বার্তায় দূতাবাস এ অভিবাদন জানায়। বার্তায় বলা হয়, আমরা আজ বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই কারণ তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী পালন করছে। বলা হয়, বঙ্গবন্ধু ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এক্সচেঞ্জ প্রোগ্রামের বাংলাদেশ থেকে প্রথম ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের একজন। এ জন্য ঢাকার মার্কিন দূতাবাস গর্বিত। বঙ্গবন্ধুর জন্মের এই ১০২তম বার্ষিকীতে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার উত্তরাধিকারকে অভিবাদন জানাই।

 

Share.