আবাহনী-শেখ জামাল ম্যাচ গোলশূন্য ড্র

0

স্পোর্টস রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) ফুটবলের এবারের মৌসুমটা দুর্দান্তভাবে শুরু করলেও টানা দুই ম্যাচে জয়ের দেখা পেল না ঢাকা আবাহনী। শহিদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আকাশি-নীল রংয়ের জার্সিধারীরা। আগের ম্যাচে তুলনামূলক অনেক শক্তিশালী দল স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ১-১ ড্র করেছিল ঢাকা আবাহনী। তাই টেবিলের শীর্ষে অবস্থান করা বসুন্ধরা কিংসের সঙ্গে পয়েন্টের ব্যবধানে বেড়ে যায়। জয়ে ফিরতেই বুধবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলতে নামে মারিও লেমোসের শিষ্যরা। এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে খেলতে থাকেন আবাহনীর ফুটবলাররা। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল দল। কিন্তু যোগ্য ফিনিশিংয়ের অভাবে পায়নি গোলের দেখা। পরে দ্বিতীয়ার্ধের খেলায় পেনাল্টিও পায় ছয়বারের চ্যাম্পিয়নরা। তবে স্পট কিং থেকে দেনিয়েল কলিনদ্রেস সোলেরা তা মিস করলে আর লিড নেওয়া হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। এ ড্রয়ের ফলে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরেই রইল আবাহনী। তাদের সমান সংখ্যক ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান শেখ জামালের। আর ৯ ম্যাচে সর্বোচ্চ ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

Share.