ডেস্ক রিপোর্ট: তিউনিসিয়া উপকূলে ইউরোপগামী একটি জাহাজ ডুবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। দেশটির কোস্টগার্ড সদস্যরা শনিবারও (১৯ মার্চ) আটজনের মরদেহ উদ্ধার করেন। এর আগের দিন শুক্রবার উদ্ধার করা হয় ১২ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ। জানা গেছে, নিহতদের বেশিরভাগই সিরিয়ান, তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টা করছিলেন। তিউনিসিয়ার একজন সিভিল প্রোটেকশন কর্মকর্তা সর্বশেষ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর এ খবর নিশ্চিত করেন। তবে এখনো উদ্ধার কাজ চলছে বলে জানান তিনি। তিউনিসিয়া এবং এর প্রতিবেশী দেশ লিবিয়া হলো ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের মূল ট্রানজিট পয়েন্ট। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ নানা সংকটের মধ্যে পড়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। কয়েক বছর ধরে সেই সংখ্যা বহু গুণে বেড়ে গেছে। সূত্র: আল-জাজিরা।