যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার প্রস্তাব প্রত্যাখান জেলেনস্কির

0

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পরিবারসহ যুক্তরাজ্যে আশ্রয় দেয়ার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। দ্য সানডে টাইমসকে বরিস জনসন বলেন, জেলেনস্কি তার সাথে নিয়মিত কথোপকথন করেন। তিনি নেহাতই একজন শোভন এবং অনুপ্রেরণাদায়ক ব্যাক্তিত্ব। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি এবং তার পরিবারকে যুক্তরাজ্যে আশ্রয় দেয়া নিয়ে আলোচনা করা হয়েছিল। কিন্তু জেলেনস্কি সবসময়ই তার দেশের জনগণের প্রতি কর্তব্যপরায়ণ। তিনি দেশে থেকেই তাদের দেখাশোনা করতে চান, তাদের পাশে থাকতে চান। ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া ইউক্রেনে রুশ সামরিক অভিযানের ২৫তম দিন। এর মধ্যে ইউক্রেন থেকে প্রায় ৩০ লাখ মানুষ শরণার্থী হয়েছে। হতাহত হয়েছে কয়েকশ বেসামরিক মানুষসহ অনেক সেনা সদস্য। চরম মানবিক সংকটে পড়েছে দেশটির জনগণ। রুশ বাহিনীর লাগাতার হামলা এখনো অব্যহত রয়েছে দেশটিতে।

 

Share.