নিত্যপণ্যের দাম বেশি হওয়ার পেছনে লুটেরারা দায়ী: শিল্প প্রতিমন্ত্রী

0

ঢাকা অফিস: বর্তমানে দেশের নিত্যপণ্যের দাম বেশি হওয়ার পেছনে লুটেরারা দায়ী বলে মন্তব্য করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। আজ রবিবার সকালে রাজধানীর পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ক্রেতা-বিক্রেরা সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কামাল মজুমদার বলেন, ‘লুটেরা সমাজ পাঁচ টাকা লাভের জায়গায় ৫০ টাকা লাভ করে। রমজান এলে তারা দলবদ্ধভাবে অতিমুনাফা লাভের আশায় পণ্য মজুদ করে রাখে। তাই পণ্যের দাম বেড়ে যায়। এসব লুটেরা চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। তবেই পণ্যের দাম কমবে। এসময় শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য হাসিনা নেওয়াজ, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Share.