ডেস্ক রিপোর্ট: রাশিয়ার আগ্রাসনের মধ্যে ইউক্রেনের অবরুদ্ধ উত্তরপূর্বাঞ্চলীয় শহর সুমাইয়ের একটি রাসায়নিক কারখানা থেকে অ্যামোনিয়া লিক করে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন আঞ্চলিক গর্বনর দিমেত্রো জেইভিয়েৎস্কি। নিজের টেলিগ্রাম অ্যাপে করা এক পোস্টে তিনি জানান, সোমবার স্থানীয় সময় ভোররাত সাড়ে ৪টার দিকে সুমাসিমপ্রম রাসায়নিক কারাখানা থেকে অ্যামোনিয়া লিক করেছে। তবে কী কারণে অ্যামোনিয়া লিকের এ ঘটনা ঘটেছে, তা তিনি জানাননি বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। সুমাসিমপ্রম কারখানার চারদিকে পাঁচ কিলোমিটারব্যাপী এলাকাকে বিপজ্জনক ঘোষণা করে ওই এলাকার বাসিন্দাদের সরে যাওয়া পরামর্শ দিয়েছেন গবর্নর জেইভিয়েৎস্কি। কয়েক সপ্তাহ ধরে ২ লাখ ৬০ হাজার বাসিন্দার সুমাই শহরকে ঘিরে রেখেছে রাশিয়ার বাহিনীগুলো। অবরুদ্ধ এ শহরটি থেকে রাশিয়ার সীমান্ত মাত্র ৪০ কিলোমিটার দূরে।