খুলনায় স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় দুজন গ্রেপ্তার

0

বাংলাদেশ থেকে খুলনা  প্রতিনিধি:  খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। সোমবার রাত পৌনে ৩টার দিকে র‌্যাবের একটি দল বাগেরহাটের চিতলমারী থানা এলাকায় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শিরোমনি এলাকার সুমন ও মো. আল আমিন মল্লিক। স্থানীয়দের বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ১৮ মার্চ রাত ৯টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে জনৈক কামরুলের গ্যারেজের সামনে দিয়ে স্বামী-স্ত্রী যাচ্ছিলেন। এসময় চার-পাঁচজন লোক ওই দম্পতিকে গ্যারেজের মধ্যে নিয়ে ভিকটিমের স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেন। এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে খানজাহান আলী থানায় চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে, আসামিরা বাগেরহাট জেলার চিতলমারী থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাতে আভিযানিক দলটি তাদেরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা উক্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে। আসামিদেরকে খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় হন্তান্তর করা হয়েছে।

 

Share.