২০ রমজান পর্যন্ত প্রাথমিকে ক্লাস চালু রাখার নির্দেশ জারি

0

ঢাকা অফিস: করোনাভাইরাস মহামারিতে প্রায় দুবছর বন্ধ থাকার কারণে লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নিতে ২০ রমজান পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। আদেশে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে আগামী ২০ রমজান পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলো। এর আগে গত ১৯ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এক অনুষ্ঠানে ২০ রমজান পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেন।

Share.