বরিশালে দিনে তীব্র গরম বাড়ছে ডায়রিয়া রোগী

0

বাংলাদেশ থেকে বরিশাল প্রতিনিধি:  দিন যতো যাচ্ছে বরিশালে সারাদিন গরমের তীব্রতা ততোই বৃদ্ধি পাচ্ছে। সাথে মধ্যরাত থেকে হাল্কা শীতের আমেজ বয়ে বেড়াচ্ছে। গত কয়েকদিন থেকে বেশ গরম পরেছে বরিশালের সর্বত্র। যেকারণে গরমের সাথে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডগুলোতে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তবে প্রতিবছর গরমে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে হাসপাতালগুলো। বরিশাল সদর জেনারেল হাসপাতালের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, রোগীদের জন্য পর্যাপ্ত আইভি স্যালাইন রয়েছে। কোনভাবেই রোগীদের চিকিৎসা সেবা বিঘ্নিত হবেনা। সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার নুশরাত শারমিন বুশরা বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। ডায়রিয়ার ওয়ার্ডের পুরাতন ভবনটি ভেঙ্গে নতুন ভবন নির্মান করার কারণে আপাতত মেডিসিন ওয়ার্ডে ডায়রিয়া রোগীদের সেবা দেওয়া হচ্ছে। ডায়রিয়া ওয়ার্ড সূত্রে জানা গেছে, শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে ১১ জন রোগী ভর্তি রয়েছেন। তবে প্রতিদিন কমপক্ষে ৫/৬ জন সাধারণ রোগী আউটডোরে চিকিৎসা নিচ্ছেন।

 

Share.