১৭ হাজারের বেশি রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের

0

ডেস্ক রিপোর্ট: চলমান সামরিক অভিযানে ১৭ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের সামরিক বাহিনী সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে জানিয়েছে, উভয়পক্ষের সংঘর্ষে ৫৯৭টি ট্যাঙ্ক, ১ হাজার ৭১০টি সামরিক যান, ১২৭টি যুদ্ধবিমান, ১২৯টি হেলিকপ্টার এবং সাতটি জাহাজ হারিয়েছে রাশিয়া। অন্যদিকে, গত শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মিখাইল মিজিন্তসেভ সাংবাদিকদের জানান, সামরিক অভিযানে গত এক মাসে ১ হাজার ৩৫১ জন সেনা নিহত হয়। এ ছাড়া, ৩ হাজার ৮২৫ জন রুশ সেনা আহত হয়। এ ছাড়া, যুদ্ধ শুরুর পরে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক, লুহানস্কসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে ৪ লাখ ১৯ হাজার ৭৩৬ জন বেসামরিক মানুষকে সরিয়ে আনা হয়েছে। এর মধ্যে ৮৮ হাজার শিশু রয়েছে। মিখাইল আরও বলেন, ইউক্রেন থেকে বেসামরিক ব্যক্তিদের সরিয়ে আনার জন্য পথ খোলা রাখবে রাশিয়া। অন্যদিকে ন্যাটোর পক্ষ থেকে গত এক মাসে কমপক্ষে ৭ হাজার থেকে ১৫ হাজার রুশ সেনা নিহতের দাবি করা হয়েছিল। এ ছাড়া, ৩০ হাজার থেকে ৪০ হাজার রুশ সেনা হতাহতের কথা বলা হলেও কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেনি।

 

Share.