পারমাণবিক চুল্লির নিরাপত্তা নিশ্চিতে ইউক্রেনে আইএইএ প্রধান

0

ডেস্ক রিপোর্ট: রুশ হামলা থেকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সুরক্ষা নিশ্চিতে ইউক্রেনে সফরে গিয়েছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি এজেন্সি (আইএইএ) এর ডিরেক্টর জেনারেল ইউকিয়া আমানো। সেখানে তিনি ইউক্রেনের সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আলজাজিরা জানায়, ইউকিয়া আমানো ইউক্রেনের একটি পারমাণবিক প্ল্যান্টে ভ্রমণ করবেন। ভিয়েনাতে ফিরে তিনি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন।আইএইএ এর প্রধান সদর দপ্তর ভিয়েনায়। আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও এক বিবৃতিতে তিনি বলেন,`ইউক্রেনে চলমান সংঘাত অকল্পনীয় মানবিক সংকট এবং ধ্বংসের কারণ। পারমাণবিক দুর্ঘটনা এড়াতে আইএইএ‘র বিশেষজ্ঞদের সহায়তা দরকার।‘ ইউক্রেনের ১৫টি রিয়েক্টর এবং চারটি সক্রিয় পাওয়ার প্ল্যান্ট রয়েছে। এ ছাড়া, ১৯৮৬ সালে সংঘটিত চেরনোবিল দুর্ঘনার ধ্বংসস্তুপও রয়েছে। সামরিক অভিযান শুরুর পরই রুশ সেনারা চেরনোবিল এবং ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া দখল করে । ইউক্রেনের এক-চতুর্থাংশ বিদ্যুৎ জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রে থেকে সরবরাহ করা হয়ে থাকে। চলতি মাসের শুরুতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায় রুশ সেনারা। হামলার পর জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রেটির ছয়টি চুল্লির একটিতে আগুন ধরে যায়।

Share.