ঢাকা অফিস: তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিজেদের কাজের বাইরে গিয়ে সব বিষয়ে বিবৃতি দেওয়াকে অভ্যাসে পরিণত করেছে। গণমাধ্যমকর্মী আইন নিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করছে। শুক্রবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘সংসদীয় কমিটিতে অংশীজনদের সাথে নিয়ে গণমাধ্যমকর্মী আইন পরিমার্জন-পরিবর্ধন হবে। এটা টিআইবির কোনো বিষয় না। তা সত্ত্বেও বিবৃতি দিয়ে তারা বিষয়টিকে রাজনৈতিক করার চেষ্টা করছে, যা এ প্রক্রিয়ায় সহায়ক তো নয়ই, বরং অন্তরায়।’ সোমবার সংসদে জাতীয় সংসদে ‘গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ তোলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। পরে বিলটি পরীক্ষা করার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। প্রস্তাবিত আইনে গণমাধ্যমকর্মীদের চাকরির সুরক্ষা, সংশ্লিষ্ট সুবিধাদি ও অধিকার ‘নিশ্চিত করা হয়নি’ বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকর্মী আইন সাংবাদিক, গণমাধ্যমকর্মীদের জন্য। এটা দুর্নীতির কোনো বিষয় নয়। আর আইনটি সংসদীয় স্থায়ী কমিটিতে গেছে, সাংবাদিক নেতাদের সাথে আলাপ-আলোচনা করে এটি পরিবর্ধন-পরিমার্জন করা হবে।তাদের সাথে এ নিয়ে আমার আলোচনাও হয়েছে। টিআইবি আগ বাড়িয়ে বিবৃতি দিয়ে বিষয়টিকে রাজনৈতিক করার চেষ্টা করছে -এর মধ্যে দুরভিসন্ধি আছে।’
গণমাধ্যমকর্মী আইন নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে টিআইবি : তথ্যমন্ত্রী
0
Share.