বিনোদন ডেস্ক: সংগীত জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড। এ বছর ৬৪তম আসরে সেরা গানের পুরস্কার পেয়েছে ‘লিভ দ্য ডোর ওপেন’। এছাড়া বছর সেরা অ্যালবাম হয়েছে বাতিস্তের ‘উই আর’। পাশাপাশি ওই সন্ধ্যাটি স্মরণীয় হয়ে থাকল যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ভাষণে। এবারের আসরে সর্বোচ্চ পাঁচটি গ্র্যামি ঝুলিতে পুরেছেন যুক্তরাষ্ট্রের জন বাতিস্ত। ব্যান্ড দল ‘সনিক’ গ্র্যামি জিতেছে চার বিভাগে। বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানায়, দুই মাসের বিলম্বের পর স্থানীয় সময় রবিবার রাতে লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় বসে গ্র্যামি পুরস্কারের আসর। আয়োজনের শুরু হয় দ্য ডেইলি শোর জনপ্রিয় উপস্থাপক ট্রেভর নোয়ার কৌতুক দিয়ে। এবারের অস্কার আসরের সঞ্চালক ক্রিস রককে অভিনেতা উইল স্মিথের চড় মারার ঘটনা নিয়েই কৌতুক করেন তিনি। নোয়া বলেন, দৃষ্টিসীমায় চড় ছাড়াই এবং ‘আমাদের মুখে আর কারও নাম উচ্চারণ না করেই’ শুরু করছি। সংগীত জগতের সবচেয়ে বড় এই রাতে পুরস্কারপ্রত্যাশীরা আরও বেশি অবাক হয়ে যান যখন অনুষ্ঠানের মাঝখানেই পর্দায় উপস্থিত হন ইউক্রেনের প্রেসিডেন্ট। সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত অতিথি এবং টেলিভিশনের সামনে বসা লাখ লাখ দর্শকের সামনে তার দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি। জানান, ইউক্রেইনের সংগীত শিল্পীরা এখন যুদ্ধসাজে সজ্জিত হয়ে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে লড়ছে। ইউক্রেনের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান তিনি। আশিটির বেশি বিভাগে গ্র্যামি দেওয়া হয়েছে এবারের আসরে। বছরের সেরা রেকর্ড – ‘লিভ দ্য ডোর ওপেন’ এর জন্য সিল্ক সনিক। বছরের সেরা গান – ‘লিভ দ্য ডোর ওপেন’ এর জন্য সিল্ক সনিক। বছরের সেরা অ্যালবাম – ‘উই আর’ এর জন্য জন বাতিস্ত। বছরের সেরা নবাগত শিল্পী – অলিভিয়া রডরিগো বছরের সেরা একক পপ গান – ‘ড্রাইভারস লাইসেন্স’ এর জন্য অলিভিয়া রডরিগো বছরের সেরা দ্বৈত বা দলগত পপ গান – ‘কিস মি মোর’ এর জন্য ডোজা ক্যাট ফিচারস এসজেডএ। বছরের সেরা রক অ্যালবাম – ‘মেডিসিন অ্যাট মিডনাইট’ এর জন্য ফু ফাইটারস। বছরের সেরা রক সংগীত – ‘ওয়েটিং অন আ ওয়ার’ এর জন্য ফু ফাইটারস। বছরের সেরা রক পরিবেশনা – ‘মেকিং আ ফায়ার’ এর জন্য ফু ফাইটারস। বছরের সেরা কান্ট্রি অ্যালবাম – ‘স্টার্টিং ওভার’ এর জন্য ক্রিস স্ট্যাপলেটন। বছরের সেরা কান্ট্রি সংগীত – ‘কোল্ড’ এর জন্য ক্রিস স্ট্যাপলেটন। বছরের সেরা ড্যান্স রেকর্ডিং – ‘অ্যালাইভ’ এর জন্য রুফুস দু সল। বছরের সেরা পপ ভোকাল অ্যালবাম – ‘সাওয়ার’ এর জন্য অলিভিয়া রডরিগো। বছরের সেরা বৈশ্বিক সংগীত পরিবেশনা – ‘মোহাব্বত’ এর জন্য আরুজ আফতাব।
গ্র্যামিতে সেরা গান ‘লিভ দ্য ডোর ওপেন’, অ্যালবাম ‘উই আর’: জেলেনস্কির ভাষণ
0
Share.