ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে বেসামরিক নাগরিকদের হত্যার কারণে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। রয়টার্স জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধের দায়ে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার দেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্য পদ স্থগিত করতেও জাতিসংঘ সাধারণ পরিষদকে আহ্বান জানাবে। তবে রাশিয়া মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক বৈঠকে বেসামরিক নাগরিকদের হত্যায় জড়িত থাকার সব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা এ বিষয়ে বাস্তব প্রমাণ তুলে ধরবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, রুশ বাহিনী এতদিন যেসব এলাকা দখল করে রেখেছিল, সেখানে আরও মৃতদেহ মিলতে পারে। ইউক্রেনের বুচা শহরের হত্যাকাণ্ডের তদন্তের জন্য দাবি তোলা জেলেনস্কি নিজেও নিরাপত্তা পরিষদে বক্তব্য দেবেন। বুচায় গণকবর উন্মোচনের পর দেখা গেছে সেখানে যাদের দাফন করা হয়েছে তাদের খুব কাছ থেকে গুলি করা হয়েছে। পিছমোড়া করে হাত বাঁধা লাশের মাথায় গুলির চিহ্নও পাওয়া গেছে। জার্মানির চ্যান্সেলর উলাফ শুলজ সোমবারই বলেছেন, বুচার হত্যাকাণ্ডের জন্য প্রেসিডেন্ট পুতিন ও তার সমর্থকদের ‘ফল ভোগ করতে হবে’। তিনি জানান, মিত্র দেশগুলো আগামী দিনগুলোতে মস্কোর বিরুদ্ধে অবরোধ আরোপের বিষয়ে একমত হয়েছে। জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান জানিয়েছেন, এ সপ্তাহেই মস্কোর বিরুদ্ধে নতুন অবরোধ আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। ফ্রান্স ও জার্মানি জানিয়েছে তারা রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করবে। জবাবে রাশিয়াও পশ্চিমা দূতাবাসগুলোর জন্য তাদের দরজা বন্ধ করে দেবে বলে জানিয়েছেন সেদেশের নিরাপত্তা পরিষদের প্রধান দিমিত্রি মেদভেদেভ। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন লামব্রেখট বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত অবশ্যই রাশিয়ার গ্যাস নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা করা। যদিও অন্য কর্মকর্তারা এ বিষয়ে সতর্ক অবস্থানের পক্ষে, কারণ এটা ইউরোপজুড়ে জ্বালানি সংকট সৃষ্টি করতে পারে।
রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, ইউরোপ
0
Share.