শনিবার, নভেম্বর ২৩

সড়ক দুর্ঘটনায় নিহত

0

ঢাকা অফিস: রামুতে শ্যামলী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছে। নিহতদের মধ্যে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় কক্সবাজারের রামু জোয়ারিয়ানালা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চট্টগ্রাম শহরের আতুরারদীঘির জানে আলম (৩৫), হালিশহর এলাকার মাসুদ কিবরিয়া (৪০) ও চট্টগ্রাম পশ্চিম নাসিরাবাদ এলাকার জামাল উদ্দিন (৩৫)। রামু থানার ওসি মো: আবুল খায়ের জানিয়েছেন, কক্সবাজার থেকে ঢাকামুখি যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনের সঙ্গে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যায়। তবে বাসটি জব্দ করা হয়েছে। কক্সবাজার সদর জেলা হাসপাতালের পুলিশ জানিয়েছেন, রামু সড়ক দুর্ঘটনায় আহতবস্থায় চট্টগ্রাম শহরের পশ্চিম নাসিরাবাদ এলাকার মুকবুল আহমদের পুত্র জামাল উদ্দিনকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share.