চাল, ডাল, তেল, গ্যাসের দাম নিয়ন্ত্রণে নেই :  ফখরুল

0

ঢাকা অফিস: চাল, ডাল, তেল, গ্যাসের দাম নিয়ন্ত্রণে নেই। আওয়ামী লীগের সরকার আজকে শ্রমিক, কৃষক এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন আমাদের ঘরে বসে থাকার সময় নেই। পরিবর্তন আনতে হবে। এ পরিবর্তন আনতে হলে, ভয়াবহ দানবীয় সরকারকে সরাতে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, শ্রমজীবী মানুষের ভোগান্তি, দেশব্যাপী সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হ মির্জা ফখরুল বলেন, ‘সামনে নির্বাচন, আওয়ামী লীগ এখন ঢোল বাজাচ্ছে। এ নির্বাচনে আবার সেই ঢোল। নির্বাচন নির্বাচন খেলা করে তারা আবারও নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে।’ইশরাক হোসেনের মুক্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘শ্রমিক দলের নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। কারণ তারা প্রতিবাদ করেছে। আজকে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তারা আবার খেলা শুরু করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের আটকে রেখে, মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করতে চায়।’ ডায়রিয়ার প্রকোপের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘কেন আসছে এতো রোগী? কারণ এ ঢাকা শহরের সব ট্যাপের পানি দূষিত। লাইনের পানি দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়া দিয়ে বোঝাই। ফলে প্রতিদিন দেড় হাজারের বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।’ দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে বিএনপির কারসাজি আছে, তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, ‘দেশে যা ঘটে, তার পেছনে তার বিএনপিকে খোঁজেন। বিএনপি যদি সব কিছু ঘটাতে পারে, তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন? ক্ষমতা ছেড়ে দেন। বিএনপির হাতে ক্ষমতা দেন। দেখেন- আমরা দেশ চালাতে পারি কি না।’ তিনি আরও বলেন, চাল, ডাল, তেল, গ্যাসের দাম নিয়ন্ত্রণে নেই। আওয়ামী লীগের সরকার আজকে শ্রমিক, কৃষক এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন আমাদের ঘরে বসে থাকার সময় নেই। পরিবর্তন আনতে হবে। এ পরিবর্তন আনতে হলে, ভয়াবহ দানবীয় সরকারকে সরাতে ঐক্যবদ্ধ হতে হবে।’ শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার প্রমুখ বক্তৃতা করেন।

Share.