ইউক্রেনে নতুন জেনারেল নিয়োগ দিয়েছেন পুতিন

0

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার জন্য নতুন একজন জেনারেল নিয়োগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার নাম জেনারেল আলেকজান্ডার ডভরনিকভ।তিনি রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার কমান্ডার ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান কর্মকর্তারা। ওই কর্মকর্তারা জানান, ডভরনিকবের যুদ্ধের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তার নেতৃত্বে ইউক্রেনে হামলার বিষয়গুলো নতুন করে সমন্বয় করা হবে। পাশাপাশি ডনবাস অঞ্চলে ব্যাপক সামরিক অভিযানে নজর দেওয়া হতে পারে। ইউরোপিয়ান কর্মকর্তারা বলছেন, আমরা দেখব এই পদক্ষেপ কতটা কার্যকরী হয়। তাদের চিন্তা ও কৌশলগুলো আগের মতোই রয়ে গেছে। তারা পুরোনো পথেই হাঁটছে। সম্প্রতি, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দনেতস্কের ক্রামাতোরস্ক শহরের একটি রেল স্টেশনে রুশ বাহিনীর রকেট হামলায় ৫২ জন নিহত হয়। এ ছাড়া, শতাধিক মানুষ আহত হয়েছে। বিবিসি জানায়, শুক্রবার সকালে পরপর ২টি রকেট ওই স্টেশনে আঘাত হানে। ওই ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এ ছাড়া, রাজধানী কিয়েভ ও খারকিভ শহর থেকে রুশ সেনাদের প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেছে পশ্চিমা সংবাদমাধ্যম। যদিও এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 

Share.