তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪০

0

ঢাকা অফিস: চলতি বছরের গত তিন মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় ৪০ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। গতকাল রবিবার প্রাতবেদনটি প্রকাশ করে আসক। দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার সংবাদের ভিত্তিতে করা এ প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ১৯৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনার খবর প্রকাশ হয়েছে। এই ঘটনাগুলোতে মোট ২ হাজার ১৭৩ জন আহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়,নিহত ৪০ জনের মধ্যে ১০ জন আওয়ামী লীগের নেতা ও সমর্থক ছিলেন। বাকি ৩০ জনের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। আসকের প্রতিবেদনে আরও বলা হয়, গত এক মাসে সারা দেশে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ১৬টি সংঘর্ষের ঘটনায় ২৫০ জন আহত হয়েছেন। এছাড়াও ছাত্রলীগ ও যুবলীগের দুটি সংঘর্ষে আহত হয়েছেন ৩৫ জন। আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ছয়টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৯৪ জন আহত হন।

 

Share.