ডেস্ক রিপোর্ট: অনাস্থা প্রস্তাবে প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুতির পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে সোমবার দুপুর দুইটায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করা হয়েছে। প্রধানমন্ত্রীর পদে নির্বাচন করতে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের সভাপতি শেহবাজ শরিফ এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি দেশটির পার্লামেন্টে মনোয়নপত্র জমা দিয়েছেন। উভয় প্রার্থীর মনোয়নপত্র জমা নেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। এখনো পর্যন্ত শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে শাহবাজ শরিফ সম্মিলিত বিরোধী দলের নেতাদের নিয়ে তার সম্ভাব্য মন্ত্রিসভা চূড়ান্ত করেছেন বলে জিও নিউজের খবরে বলা হয়েছে। সূত্রে বলা হয়, মন্ত্রিসভায় মুসলিম লিগ-নওয়াজ দলের ১২ জন, পাকিস্তান পিপলস পার্টি থেকে ৭ জন মন্ত্রী হবেন। আর মাওলানা ফজলুর রহমানের জমিয়তে উলামায়ে ইসলামকে দেওয়া হতে পারে চারটি মন্ত্রণালয়। এ ছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্টকে (এমকিউএম) দুটি, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গল (বিএনপি-এম), আইএনপি, জমহুরি ওয়াতান পার্টি ও বেলুচিস্তান আওয়ামী পার্টিকে একটি করে মন্ত্রণালয় দেওয়া হতে পারে। মুসলিম লিগ-নওয়াজ দলের খাজা আসিফ, সাআদ রফিক, খুররম দস্তগীর, আহসান ইকবাল, মরিয়াম নওয়াজ, আওরঙ্গজেব, শায়েস্তা পারভেজ মূলক, রানা সানাউল্লা এবং মুর্তজা জাভেদ আব্বাস মন্ত্রী হতে পারেন। সূত্রটি আরো বলছে, পিপলস পার্টি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে। তবে এ তালিকায় শাজিয়া মেরির নামও রয়েছে। তবে জেইউআই-এফ এর দাবি, বেলুচিস্তানের গভর্নর বা কেপি তার দল থেকে, পাঞ্জাবের গভর্নর পিপিপি থেকে এবং সিন্ধুর গভর্নর এমকিউএম থেকে করা হোক। এদিকে সদ্য ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর পার্লামেন্ট সদস্যরা পার্লামেন্ট ও প্রাদেশিক বিধান সভাগুলো থেকে একযোগে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার পিটিআইয়ের সিনিয়র নেতা ও তথ্যমন্ত্রীর দায়িত্ব পালনকারী ফাওয়াদ চৌধুরী টুইট বার্তায় বলেন, আমরা পিটিআই পরিষদগুলো থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী নির্বাচনের পর সোমবারই এই গণপদত্যাগের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে। নির্বাহী কমিটি পিএমএল-এনের সভাপতি শেহবাজ শরিফের প্রধানমন্ত্রী পদে মনোনয়ন নিয়ে পিটিআই কিছু আপত্তি উত্থাপন করেছে। তিনি এসব আপত্তির জবাব না দেওয়ায় গণপদত্যাগ করবেন বলে ফাওয়াদ জানিয়েছেন। (ঢাকাটাইমস/১১এপ্রিল/এসএটি)
কে কে থাকছেন পাকিস্তানের নতুন মন্ত্রীসভায়
0
Share.