ঢাকা অফিস: সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেগুন দাম। বেগুনের দাম বৃদ্ধির কারণ হিসেবে রমজানকে উল্লেখ করছেন দোকানিরা। এছাড়া অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার রাজধানীর আগারগাঁও বিএনপি বাজার, শ্যমলী সমবায় বাজার এবং হাতিরপুল বাজার ঘুরে বাজার দরের এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ১০ টাকা কমে বেগুন বিক্রি হয়েছিল ৬০ টাকায়। কিন্তু সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি বেগুন ২০ টাকা বেড়ে এখন ৮০ টাকা বিক্রি হচ্ছে। বেগুনের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে সবজি বিক্রেতা হাসান শিকদার বলেন, ‘রোজা এলে বেগুনের চাহিদা বাড়ে। ইফতার সামগ্রী তৈরির জন্য সবাই বেগুন কেনে। প্রতিটা দোকানে বেগুনি তৈরি করা হয়। তাই প্রচুর পরিমাণে বেগুনের চাহিদা বাড়ে। আর এই সুযোগে সবাই দাম বাড়িয়ে দেয়।’ হাসান বলেন, ‘আমাদের কিছু করার থাকে না। আমরা খুচরা বিক্রেতা। পাইকারদের কাছে থেকে বেশি দামে কিনতে হয়, তাই বিক্রিও করতে হয় বেশি দামে।’ বাজারে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে প্রায় অধিকাংশ সবজির দামই অপরিবর্তিত রয়েছে। বাজারে টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, শিম ৫০ টাকা, করলা ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৫০ টাকা, চালকুমড়া প্রতি পিস আকারভেদে ৩০ থেকে ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, মিষ্টিকুমড়ার কেজি ৪০ টাকা। বাজারে এখন আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি, পটল ৬০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, শসা ৬০ টাকা। এছাড়া প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা, রসুন মানভেদে ৬০ টাকা থেকে ১২০ টাকা, আদা ১০০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকা। সোনালি মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা, লেয়ার মুরগি ২২০ থেকে ২৪০ টাকা কেজি। বাজারে লাল ডিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা ডজন। হাঁসের ডিম ১৫০ থেকে ১৫৫ টাকা। দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ২০০ টাকা ডজন।