ঢাকা অফিস: প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে অধিকার বঞ্চিত বেকার সমাজ । শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অধিকার বঞ্চিত বেকার সমাজ’র আহ্বায়ক মো. তারেক রহমানের সভাপতিত্বে ও সমন্বয়ক মোল্লা রহমত উল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন চাকরি প্রত্যাশী আব্দুর রশিদ, মো. মানিক, নাছির উদ্দিন, ইমরান হোসেন, তাহাজ্জুদ আলী, সাহাদাত, মেহেদী, খাইরুল। তারেক রহমান বলেন, ‘প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে (১-১৩ তম গ্রেড) প্রবেশে সব ধরনের কোটা বাতিল করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া সংবিধানেও নিয়োগে বৈষম্য না করার স্পষ্ট নির্দেশনা আছে। কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে একটি বিশেষ বিধান সংযুক্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সংবিধানের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। অধিকার বঞ্চিত বেকারসমাজ সমন্বয়ক মোল্লা রহমত উল্লাহ্ বলেন, ‘আমরা এই বৈষম্যমূলক কোটা বাতিলে উচ্চ আদালতে রিট পিটিশন করেছি। আপনারা জেনেছেন এমন বৈষম্যমূলক কোটা বাতিলে উচ্চ আদালত রুল জারি করলেও এর মাঝেই প্রাথমিক সহকারী শিক্ষা অধিদপ্তর তাদের নিপীড়নমূলক কোটা নীতি প্রয়োগ করে নিয়োগের তৎপরতা চালাচ্ছে, যা আদালতের স্পষ্ট অবমাননা। এমন হলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব।’ মোল্লা রহমত উল্লাহ্ বলেন, ‘শিক্ষক নিয়োগে ৬০ শতাংশ নারী কোটা, ২০ শতাংশ পোষ্য তথা পরিবার কোটা রয়েছে। সংবিধানে প্রতিবন্ধী, এতিম বা অনগ্রসর শ্রেণিকে বিশেষ বিবেচনায় কোটা দেয়ার কথা স্পষ্ট উল্লেখ থাকলেও এখানে তা মানা হয়নি। প্রতিবন্ধীরা কোটা না পেলেও শিক্ষকদের সন্তান ও স্ত্রীর জন্য কোটা রাখা হয়েছে ২০ শতাংশ।
প্রাথমিকের শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবিতে মানববন্ধন
0
Share.