ইউক্রেনের ওপর বিরক্তি প্রকাশ করলেন জার্মান চ্যান্সেলর

0

ডেস্ক রিপোর্ট: জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক ওয়াল্টার স্টেইনমায়ারকে কিয়েভ সফরের অনুমতি না দেওয়ার ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শোলঝজ। গত বুধবার জার্মানির আরবিবি রেডিও চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। চ্যান্সেলর বলেন,‘ইউক্রেনের জন্য জার্মানি অনেক কিছু করছে। এরপরও ইউক্রেনের সরকার প্রেসিডেন্টের সফর বাতিল করেছে। ফলে তিনি (চ্যান্সেলর) নিজে আর কিয়েভ সফর করবেন না।’ জার্মান চ্যান্সেলর বলেন, তিনি মাত্র কয়েকদিন আগে কিয়েভ সফর করেছেন এবং সব সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন। তার মত এত বেশি আর কোনো দেশের সরকার প্রধান জেলেনস্কির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে মনে হয় না। সাক্ষাৎকারে ওলাফ শোলজ সুস্পষ্ট করে বলেন, জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক ওয়াল্টার স্টেইনমায়ারকে স্বাগত না জানানোর যে সিদ্ধান্ত নিয়েছে কিয়েভ তা বিরক্তিকর; অথচ প্রেসিডেন্ট স্টেইনমায়ার খুবই আনন্দের সঙ্গে ইউক্রেনের রাজধানী সফর করতেন এবং তাকে স্বাগত জানানো কিয়েভের জন্য ভালো হতো। সম্প্রতি ইউরোপের চার দেশ পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়ার প্রেসিডেন্টরা ইউক্রেন সফর করেন। সেসময় জার্মানির প্রেসিডেন্টও ইউক্রেন সফর করতে চেয়েছিলেন। কিন্তু ইউক্রেনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় দেশটি সফর থেকে বিরত ছিলেন জার্মান প্রেসিডেন্ট।

 

Share.