পাপ-পূণ্য: নিজের চরিত্র নিয়ে চুপ আফসানা মিমি

0

বিনোদন ডেস্ক: প্রায় এক যুগ পর রুপালি পর্দার জগতে ফিরেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় নাট্য অভিনেত্রী আফসানা মিমি। কাজ করেছেন ‘পাপ-পূণ্য’ নামে একটি সিনেমায়। যেটির পরিচালনায় আছেন গিয়াস উদ্দিন সেলিম। এখানে আফসানা মিমিকে দেখা যাবে পারুল চরিত্রে। তবে নিজের চরিত্রটি নিয়ে এখনই কথা বলতে নারাজ এই অভিনেত্রী। শুধু চরিত্র নয়, সিনেমার গল্প সম্পর্কেও বলতে চান না আফসানা মিমি। তার ইচ্ছা, দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে গল্পটি দেখুক। অভিনেত্রী দাবি করেন, ‘এটুকু শুধু বলতে পারি, খুব ভালো একটি সিনেমা দেখতে পাবেন দর্শক।’ গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমা নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। মিমি বলেন, ‘এই সিনেমায় আমার খুব পরিচিতজনরা অভিনয় করেছেন। আসছে ঈদে ‘পাপ-পুণ্য’ মুক্তি দেওয়া হবে। তবে আমার চরিত্র ও গল্প নিয়ে কিছু বলতে চাই না। এই সিনেমার মধ্যে দিয়ে অনেক বছর পর বড় পর্দায় ফিরছি।’ অভিনেত্রী আরও জানান, ‘এ সিনেমার শুটিং অভিজ্ঞতা ছিল দারুণ, ভিষণ আনন্দের। শহর থেকে দূরে গিয়ে শুটিং করেছি। ঢাকায় কেন্দ্রীয় কারাগারেও শুটিং করেছি। ঐতিহাসিক এ জায়গায় শুটিংয়ের অভিজ্ঞতা ছিল রোমাঞ্চকর।’ আফসানা মিমি অভিনীত সবশেষ সিনেমা ‘প্রিয়তমেষু’। ২০০৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সেটি। সিনেমাটি পরিচালনা করেছিলেন মোরশেদুল ইসলাম। লম্বা বিরতির পর আসছে ঈদে মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘পাপ-পুণ্য’। মিমি ছাড়াও এ সিনেমায় খোরধেমের ভূমিকায় আছেন চঞ্চল চৌধুরী। আল-আমিন চরিত্রে আছেন সিয়াম আহমেদ এবং সাথী চরিত্রে অভিনয় করেছেন নবাগত শাহনাজ সুমি। ঈদে বাংলাদেশে মুক্তির পর আগামী ২০ মে উত্তর আমেরিকার শতাধিক মাল্টিপ্লেক্সে দেখানো হবে এই সিনেমাটি। একই দিনে ‘পাপ-পূণ্য’ দেখা যাবে কানাডার পাঁচটি প্রভিন্সের সাতটি শহরের সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট থিয়েটারে। আফসানা মিমি বর্তমানে শিল্পকলা একাডেমির পরিচালক পদে কর্মরত আছেন। ‘পাপ-পূণ্য’ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘পাতাল ঘর’ নামের আরও একটি সিনেমা। ছোট ও বড়পর্দার বাইরে সবশেষ ওটিটি প্লাটফর্ম চরকির ‘নিখোঁজ’ নামে একটি ওয়েব সিরিজে দেখা গেছে এই নন্দিত অভিনেত্রীকে।

 

Share.