প্রাথমিকে নিয়োগ: পরীক্ষা কেন্দ্রে থাকবে না মোবাইল নেটওয়ার্ক

0

ঢাকা অফিস: শুক্রবার দেশের ২২টি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যার মধ্যে রয়েছে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রাখতে জ্যামার স্থাপন। নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গোয়েন্দা নজরদারি ও পরীক্ষা কেন্দ্রের আশপাশে মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন রাখতে জ্যামার বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা সূত্রে জানা গেছে, পরীক্ষার হলে কেউ যাতে মোবাইল ফোনের নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যবহার করে অসদুপায় অবলম্বন করতে না পারেন, সেজন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের আশপাশের এলাকায় জ্যামার বসানো হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে থেকে শেষ হওয়া পর্যন্ত নেটওয়ার্ক বিচ্ছিন্ন রাখা হবে। এছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে অব্যাহত থাকবে গোয়েন্দা নজরদারি। প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। যে কোনো ইলেকট্রনিকস কমিউনিকেটিভ ডিভাইস নিয়ে পরীক্ষার্থীরা যাতে কেন্দ্রে প্রবেশ করতে না পারেন, সেজন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে। এ ছাড়া ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস ও প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে বিটিআরসি ও গোয়েন্দা সংস্থা কাজ করবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

 

Share.