ডেস্ক রিপোর্ট: নাইজারের সীমান্তে নাইজেরিয়ার বিমান হামলায় ৭০ এর বেশি আইএসআইএল (আইএসআইএস)-এর সঙ্গে জড়িত বিদ্রোহি নিহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির বিমান বাহিনী। শনিবারের এক বিবৃতিতে নাইজেরিয়া এবং নাইজারের যৌথ বিমান অভিযান পরিচালনা করার কথা বলা হয়। নাইজেরিয়ার অভিযান চালানো লেক চাদ এলাকাটি ২০১৬ সাল থেকে একটি সক্রিয় সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশের (আইএসডব্লিউএপি) যোদ্ধাদের মদদ দানের জন্য পরিচিত। বোকো হারামের সঙ্গে পুরোনো প্রতিদ্বন্দ্বীতার জের ধরে দুটি গোষ্ঠি গত এক দশকে ৪০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। চলমান সহিংসতার কারণে এখনও বিশ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। নাইজেরিয়ার বিমানবাহিনীর মুখপাত্র এডওয়ার্ড গ্যাবকওয়েট বলেন, একটি সম্ভাব্য লজিস্টিক ক্যাম্পে সন্ত্রাসবাদীদের সন্দেহজনক উপস্থিতি অনুমান করে গত ১৩ এপ্রিল থেকে বিমান বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা শুরু করা হয়। পরদিন ১৪ এপ্রিল তুম্বুন রেগো এবং কাছাকাছি একটি প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালানো হয়। হামলায় ৭০টির বেশি আইএসডব্লিউএপি সন্ত্রাসী ঘায়েল হয়। নাইজেরিয়া প্রায়ই বর্ষাকাল শুরু হওয়ার আগে বছরের এই সময়ে তার আক্রমণাত্মক মাত্রা বাড়িয়ে দেয়। নাইজেরিয়ার সৈন্যরা ১২ বছরের বেশি সময় ধরে সশস্ত্র বিদ্রোহি বাহিনীদের বিরুদ্ধে লড়াই করছে। সরকারি সৈন্যরাও উত্তর-পশ্চিমে ভারী সশস্ত্র গ্যাং এবং দক্ষিণ-পূর্বে বিচ্ছিন্নতাবাদীদের উত্তেজনার সঙ্গে লড়াই করছে। বোকো হারামের নেতা আবুবকর শেকাউ মারা যাওয়ার পর গত বছর থেকে আইএসডব্লিউএপি বেশিরভাগই দখল করে নিয়েছে। ২০১৪ সালে চিবোকের প্রায় ৩০০ স্কুল ছাত্রীকে অপহরণের পর আন্তর্জাতিক কুখ্যাতি অর্জন করেছিল শেকাউ।