দিল্লিতে ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন

0

ডেস্ক রিপোর্ট: ভারতের রাজধানী দিল্লিতে এক ব্যাটারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৩৫ টি ইউনিট। এখনও অনেকে ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার সকালে পীরা গরহী এলাকার একটি বহুতলে ওই ব্যাটারি কারখানায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। উদ্ধার কাজ চলার সময় কারখানাটিতে আবারও বিস্ফোরণ ঘটে । জানা গিয়েছে, বিস্ফোরণে ওই কারখানার একাংশ ভেঙে পড়েছে। ওই কারখানার ভিতর দমকলকর্মী-সহ এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করছেন দমকলের উদ্ধারকারীরা। উদ্ধারকাজ চলছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা জানান, ভোর সাড়ে চারটার দিকে তারা আগুনের খবর পান। প্রাথমিকভাবে ৭টি ইউনিট পাঠানো হয়েছিলো। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, তিনি গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, ‘আমি বিষয়টি শুনে খুবই ব্যাথিত। দমকলকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমি আটকে পড়াদের জন্য প্রার্থনা করছি।

Share.