ঢাকা অফিস: রাজধানীর নিউ মার্কেটের দোকানপাট খুলে দেয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এখন পর্যন্ত পরিস্থিতি অনুকূলে, যদি এরকম থাকে তাহলে আমরা মার্কেট খুলে দেব। পরিস্থিতি যাতে আর ঘোলা না হয় সেজন্য আজ দুপুর পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা হয়েছে।’ বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ব্যবসায়ীদের বলেছি আজ দুপুর পর্যন্ত অপেক্ষা করতে। সাত কলেজের ছাত্ররা নাকি ঢাকা অচল করে দেয়ার ঘোষণা দিয়েছে। নুরুল হক নুররাও ওদের সঙ্গে শামিল। ইডেনের শিক্ষার্থীরা রাস্তায় নামার কথা বলেছে; বুঝে হোক আর না বুঝে হোক। পরিস্থিতি যাতে আর ঘোলা না হয়, সেজন্য আমি বলেছিলাম আজ দুপুর পর্যন্ত অপেক্ষা করে পরিস্থিতি দেখে তারপর দোকান খুলতে।’ পরিস্থিতি এখন মার্কেট খোলার জন্য অনুকূল বলে মনে করেন কিনা- এ প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত অনুকূলে, যদি এরকম থাকে, সব দেখে আমরা মার্কেট খুলে দেব।’ ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে গত দুই দিন দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলাবাহিনী তাদেরকে নিবৃত্ত করতে টিয়ারসেল ও ফাঁকা গুলি ছোঁড়ে। সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামে এক পথচারী মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি একটি কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান ছিলেন। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেকে। বড়ধরনের সংঘর্ষ এড়াতে নিউমার্কেট ও আশপাশের এলাকার দোকানপাট বন্ধ রাখা হয়েছে। ঢাকা কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে, গত দুদিনের সংঘর্ষে অন্তত ২০০ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে একজন শিক্ষার্থী একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রয়েছেন। এদিকে দেশের সব ক্যাম্পাসে বৃহস্পতিবার মানববন্ধন এবং শুক্রবার বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় সারা দেশের সব ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি এবং শুক্রবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।