ডেস্ক রিপোর্ট: আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট । নির্বাচন সামনে রেখে দুই প্রার্থীর টেলিভিশন বিতর্ক জমে উঠেছে নির্বাচনে জিতলে হিজাব নিষিদ্ধ করবেন বলে জানিয়েছেন- ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী মেরিন ল্য পেন। এ খবর দিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।এক টেলিভিশন বিতর্কে ল্য পেন বলেছেন, আমি যদি ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হই, তাহলে দেশে হিজাব নিষিদ্ধ করে দেব। তবে হিজাব নিষিদ্ধ করলেও আমার যুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয়। এরই মধ্যে ডানপন্থী প্রার্থী মেরিন ল্য পেনের এমন বক্তব্য নিয়ে আলোচনা সরব হয়ে উঠেছে। কেউ কেউ নিন্দা জানিয়েছেন। অন্যদিকে, তার বিপরিতে থাকা প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশে গৃহযুদ্ধ বেধে যাবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি গৃহযুদ্ধের সূচনা করতে যাচ্ছেন।
নির্বাচনে জিতলে ফ্রান্সে হিজাব নিষিদ্ধ : মেরিন ল্য পেন
0
Share.