ডেস্ক রিপোর্ট: চীনের সাংহাইয়ে একদিনে কোভিড সংশ্লিষ্ট ১২ জনের মৃত্যুর খবর দিয়েছে শহরটির কর্তৃপক্ষ। আগের দিন বৃহস্পতিবার তারা কোভিড সংশ্লিষ্ট ১১ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছিল। সাংহাইয়ের কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার শহরটিতে উপসর্গযুক্ত ২ হাজার ৭৩৬ জন নতুন রোগী এবং উপসর্গবিহীন ২০ হাজার ৬৩৪ জন নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবারের চেয়ে শনাক্তের এ সংখ্যা অনেকটা বেশি সংক্রমণ, মৃত্যুর এ ঊর্ধ্বগতির পাশাপাশি কড়া লকডাউন ও অনলাইনে কঠোর সেন্সরশিপ শহরটির বাসিন্দাদের ক্ষোভ বাড়াচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার যে ১২ জনের মৃত্যুর খবর জানা গেছে, তাদের গড় বয়স ছিল ৮৮; তারা নানান জটিল রোগে ভুগছিলেন এবং কেউই টিকা নেননি বলে জানিয়েছে সাংহাইয়ের স্থানীয় সরকার।