ডেস্ক রিপোর্ট: পাকিস্তানে পড়াশোনা করা কোন নাগরিকই ভারতে চাকরি কিংবা পরবর্তী কোন ধরণের শিক্ষার জন্য যোগ্য হবে না বলে জানিয়েছে দেশটির শিক্ষা নিয়ন্ত্রকরা। ভারতীয় নাগরিকদের পাকিস্তানের কোনো কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি না হওয়ার আহ্বানও জানিয়েছে ভারতের উচ্চশিক্ষা কর্তৃপক্ষ। শুক্রবার ভারতীয় নাগরিক এবং বিদেশী নাগরিকদের জন্য জারি করা এডভাইজারিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বলেছে, এ সম্পর্কিত সকলকে উচ্চ শিক্ষার জন্য পাকিস্তানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা পাকিস্তানে শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক, তারা ভারতে কর্মসংস্থান বা অন্যান্য শিক্ষা কার্যক্রমের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। বিবৃতিতে আরও বলা হয়, অভিবাসী এবং তাদের সন্তানরা যারা পাকিস্তানে উচ্চ শিক্ষার ডিগ্রি অর্জন করেছে এবং ভারত কর্তৃক নাগরিকত্ব পেয়েছে তারা ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার শর্তে ভারতে চাকরির জন্য যোগ্য হবেন। ভারত সরকার এর আগে পাকিস্তান-শাসিত কাশ্মীরের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একই ধরনের পরামর্শ জারি করেছিল।
পাকিস্তানে পড়াশোনা করা নাগরিকরা ভারতে চাকরি করার যোগ্যতা হারাবে
0
Share.