ভারতীয় হাইকমিশনারের বক্তব্য ভুলভাবে উপস্থাপন হচ্ছে’

0

ঢাকা অফিস:  ঢাকায় ভারতীয় হাইকমিশনার সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে না যাওয়ার কোনো পরামর্শ দেননি। কয়েক মাস আগের পুরনো একটি খবরকে সামনে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।যেটা বর্তমান সময়ের জন্য প্রযোজ্য নয়। ভারত ভ্রমণ নিয়ে হাইকমিশনারের বক্তব্য সামাজিক গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন হচ্ছে। শনিবার (৭ মে) ঢাকার ভারতীয় হাইকমিশনের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। মুখপাত্র জানান, ওমিক্রন সংক্রমণ বৃদ্ধির কারণে ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশিদের ভারতে না যাওয়ার পরামর্শ দিয়েছেন— সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন একটি খবর ভারতীয় হাইকমিশনের নজরে এসেছে। এটি এ বছরের জানুয়ারি মাসের খবর। সে সময় এ খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। ওই খবরটি ৬ মে আবারও ছড়িয়ে দেওয়া হয়েছে। হাইকমিশনের মুখপাত্র জানান, বর্তমানে সব দেশের নাগরিকদের ভ্রমণের জন্য ভারত উন্মুক্ত রয়েছে। ভ্রমণের বিষয়ে ভারত সরকার কোনো পরামর্শ দেয়নি। ভারতীয় হাইকমিশনের মুখপাত্র বলেন, বাংলাদেশিদের ভারত ভ্রমণে সুবিধার জন্য বাংলাদেশে ভারতের ১৬টি ভিসা আবেদন কেন্দ্র এ সপ্তাহেও নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় খোলা ছিল। এমনকি ঈদের আগে ভিসা আবেদনকারীদের সুবিধার্থে বন্ধের দিনও খোলা ছিল।

 

Share.