সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ বাধ্যতামূলক : এমপি রাবেয়া আলীম

0

বাংলাদেশ থেকে নীলফামারী প্রতিনিধি: এমপি রাবেয়া আলীম বলেন, শহীদ মিনার নির্মাণ না হলে শহীদদের প্রাণ বিসর্জন অবমূল্যায়ন হবে। তাই ১৯৫২ এর শহীদ ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা উচিত। আর এর জন্য জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সকল সরকারী প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ বাধ্যতামূলক করেছেন। স্থানিয় রাজনীতিবিদ ও সৈয়দপুর সরকারী কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ১৯৫৩ সালে ভাষা আন্দোলনের স্মৃতি বিজরিত বিদ্যাপিঠ ও এ জনপদের কেন্দ্রীয় সৈয়দপুর কলেজের ছোট শহীদ মিনারটি আধুনিকায়ন ও উন্নত করার জন্য আর্থিকসহ যাবতিয় উন্নয়ন সহায়তার আশ্বাষ দিয়ে তিনি এসব কথা বলেন। আজ শনিবার (৭ মে) দুপুরে সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান সরকারের বিদায় জনিত সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাবেয়া আলীম আরও বলেন, বর্তমান সরকার স্বাধীনতা ও বাংলা ভাষা আন্দোলনে শহীদ পরিবারগুলোকে যথাযথ মুল্যায়ন করছেন এবং মহামারী করোনা কালেও শিক্ষার মান উন্নয়নে যথাপযুক্ত ব্যবস্থা নিয়েছেন। এতে শিক্ষার মান উন্নয়ন অব্যহত রয়েছে। সৈয়দপুর সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শহীদ পরিবারের সন্তান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মহসিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান রাশেদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক কামাল হোসেন, সাবেক ক্রীড়াবিদ ও যুবলীগের যুগ্ম আহবায়ক মোস্তফা ফিরোজ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সবুর আলম। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির সকল প্রভাষক, শিক্ষক, শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Share.